অনেকের বাড়িতেই গেলে দেখবেন কেমন যেন লাগছে, সব ঠিক আছে তবু অপরিচ্ছন্ন। কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব, এল বাতাস নেই।এই পরিবেশ থেকে মুক্তি পেতে হয়তো তারাও চান কিন্তু উপায় জানেন না।
আপনি সাহায্য করতে পারেন তাদের। এই পরিবেশে থাকলে
কি কি হতে পারে জেনে নিন।
সর্দি-কাশি-হাঁপানি
শ্বাস-প্রশ্বাসের সমস্যা
স্যাঁতস্যাঁতে পরিবেশে জন্ম নেয় এক বিশেষ ধরণের ছত্রাক।যা
থেকে শরীরে নানারকমের এলার্জি হতে পারে।
জোলো পরিবেশ শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কমিয়ে দেয়|
স্যাঁতস্যাঁতে পরিবেশ থেকে জন্ম নেওয়া ব্যাকটেরিয়া হামলা
চালায় শ্বাসনালীতে। দেখা দেয় শ্বাস-প্রশ্বাসের
সমস্যা
ক্রনিক সর্দি,কাশির শিকার হতে হয় রোগীকে
দীর্ঘদিন ধরে ড্যাম্প ঘরে থাকলে ক্রনিক অ্যাজমার শিকার হতে পারেন আপনি
জেনে নিন ঠিক কি করলে আপনি সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা
থেকে:
কর্পূর ঘরে
রাখলেও
স্যাঁৎসেঁতেভাব
দূর
হয়।
কিছুদিন অন্তর
কুশন
কভারও
বদলাতে
পারেন।
ঘরের কোনায়
রেখে
দিন
তেজপাতা।
ঘরের জানালা-দরজা
সারাক্ষণ
বন্ধ
করে
রাখবেন
না।
ঘর ফিনাইল
দিয়ে
মুছুন।
চাদর মাড়
দিয়ে
ইস্ত্রি
করে
নিতে
পারলে
আরও
ভালো
হয়।
ঘরে জল
ফেলে
রাখবেন
না।
সুগন্ধি মোমবাতি
জ্বালিয়ে
রাখুন।
মাঝেমধ্যে রুম
ফ্রেশনার
স্প্রে
করুন
ঘরে।