৭০ বছরে বাঘাযতীন তরুণ সংঘ
৭০ বছরে বাঘাযতীন তরুণ সংঘ, উদ্বোধনে অরূপ বিশ্বাস, প্রিয়াঙ্কা সরকার
এবারের বাঘা যতীন সংঘের পুজো ৭০ তম বর্ষে পদার্পণ করল । এবারের থিম- ‘এসো মুক্ত করো’। এই পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং অভিনেত্রী তথা সংঘের সদস্যা ও এই পুজোর মুখ অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
প্রতিমা শিল্পী দীপ্তরেখ ভড়। সৃজনে রয়েছেন পার্থ ঘোষ এবং সিদ্ধার্থ ঘোষ। শত ব্যস্ততার মাঝেও সারাবছর এই সংঘের সবরকমের সামাজিক কাজে নিজেকে যুক্ত রাখেন প্রিয়াঙ্কা সরকার। নানান সামাজিক কাজে সারা বছর যুক্ত থাকে এই এই বাঘা যতীন তরুণ সংঘ ।